শুক্রবার, ৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. আইন ও বিচার
  3. বিধিনিষেধের সাত দিন সীমিত পরিসরে চলবে আদালত

বিধিনিষেধের সাত দিন সীমিত পরিসরে চলবে আদালত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধিনিষেধের সাত দিন দেশের নিম্ন আদালত ও উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম একেবারেই সীমিত পরিসরে চলবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে আদালত পরিচালনা সংক্রান্ত পৃথক তিনটি বিজ্ঞপ্তি গতকাল বুধবার জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত আপিল বিভাগ ও চেম্বার আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে। আগামি ৬ ও ৭ জুলাই অনলাইন কজলিস্ট অনুযায়ী আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ফৌজদারী আপিল ও জেল আপিল শুনানী হবে।

বিচারপতিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং কর্মকর্তাগণ নিজ নিজ বাসা হতে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে সংযুক্ত হবেন। আর ১ জুলাই হতে উদ্ভূত বিষয়ে চেম্বার আদালতে শুনানি সংক্রান্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, এবং সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শুনানির দরখাস্তের বিষয়ে উক্ত কর্মকর্তাগণ চেম্বার আদালতের বিচারপতিকে অবহিত করবেন এবং বিচারপতি কর্তৃক অতীব গুরুত্বপূর্ণ বিবেচিত দরখাস্তই কেবল উক্ত কর্মকর্তাগণ কর্তৃক প্রদানকৃত ই-মেইলে পাঠানো যাবে। এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

হাইকোর্ট সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই সীমিত পরিসরে হাইকোর্টের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এসময় রিট ও দেওয়ানী, ফৌজদারী ও কোম্পানী এবং অ্যাডমিরালটি সংক্রান্তে একটি করে মোট তিনটি বেঞ্চ ভার্চুয়াল মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন। এক্ষেত্রে বিচারপতিবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং কর্মকর্তাগণ নিজ নিজ বাসা হতে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে সংযুক্ত হবেন।

আর ১ জুলাই হতে উদ্ভূত বিষয়ে চেম্বার আদালতে শুনানি সংক্রান্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, এবং সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। শুনানির দরখাস্তের বিষয়ে উক্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট বিচারপতিকে অবহিত করবেন এবং বিচারপতি কর্তৃক অতীব গুরুত্বপূর্ণ বিবেচিত দরখাস্তই কেবল উক্ত কর্মকর্তাগণ কর্তৃক প্রদানকৃত ই-মেইলে পাঠানো যাবে। এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অধস্তন আদালত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামি ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলা/মহানগরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। এই সময়ে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা যাবে।

এছাড়া নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট সহ যে সকল আইনে মামলা বা আপিল দায়েরের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত, সে সকল আইনের মামলা বা আপিল শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হওয়ার ৭ দিনের মধ্যে তামাদির মেয়াদ অক্ষুণ্ণ গণ্যে দায়ের করা যাবে।

এই বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতের সকল বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। আর জরুরি প্রয়োজন বাদে এই সময়ে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে না আসার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গত বছর করোনা সংক্রমণ শুরুর প্রেক্ষাপটে আদালতগুলোতে টানা সাধারণ ছুটি চলার এক পর্যায়ে দেশে ভার্চুয়াল আদালতের যাত্রা শুরু হয়। প্রথমে দেশের অধস্তন আদালত, এরপর হাইকোর্ট এবং পরবর্তীসময়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয় ভার্চুয়াল মাধ্যমে। তবে এরপর আবার কিছুদিন ভার্চুয়ালের পাশাপাশি শারীরিক উপস্থিততে আদালতের কার্যক্রম চলে। তবে পরে আবার দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সব আদালতের কার্যক্রম পুনরায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। একপর্যায়ে গত ১২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে ভার্চুয়াল মাধ্যমে চলে। তখন সপ্তাহে ৩ দিন আপিল বিভাগ, ২ দিন চেম্বার আদালত এবং পর্যায়ক্রমে ১৬ টি হাইকোর্ট বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।

এরপর গত ১ জুন থেকে আদালতের কার্যক্রমের পরিধি বেড়ে সপ্তাহে ৫ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ, ৩ দিন চেম্বার আদালত ও ২১ টি হাইকোর্ট বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা শুরু হয়। সর্বশেষ গত ২০ জুন থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকার্য পরিচালনা শুরু হয়। এছাড়া আইনজীবীদের দাবির মুখে শারীরিক উপস্থিতিতে সারা দেশের অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনালসমূহে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হয়।

সংবাদচিত্র/আইন ও বিচার/আর.কে

হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো আইভীকে

৯ মে, ২০২৫, ৩:৪১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল

৯ মে, ২০২৫, ৩:৩৩

বাতিল হচ্ছে ‘মিঠামইন এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্প

৯ মে, ২০২৫, ৩:২৯

নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেপ্তার

৯ মে, ২০২৫, ৯:৫৮

আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

৯ মে, ২০২৫, ৯:৫২

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

৯ মে, ২০২৫, ১২:০৯

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চতুর্থ দফায় বাড়ল

৯ মে, ২০২৫, ১২:০৫

এমন কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে: সরকারকে সতর্ক করলেন ফখরুল

৮ মে, ২০২৫, ১১:৫৭

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

৮ মে, ২০২৫, ১১:৫৪

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

৮ মে, ২০২৫, ৫:৫১

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

বেনজীরের বিরুদ্ধে বোট ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ

১৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৯

আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় হেফাজতও

৩ মে, ২০২৫, ৭:১৫


উপরে