পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঘোষণা করা হবে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বাবিউবো) বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাব বা আবেদন সম্পর্কিত কমিশন আদেশ আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে ২ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল জানিয়েছিলেন, আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে।
সংবাদচিত্র ডটকম/জাতীয়