করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার থেকে এ পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যেসব বিদেশি উত্তর কোরিয়ায় আসবেন, তাদের অবশ্যই দুই দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এ বিষয়ে এখনও কিছু জানায়নি।
করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশি, এমনকি প্রবাসী নাগরিকদের জন্যও সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। ২০২২ সালের শুরুর থেকেই বিশ্বের অধিকাংশ দেশ সীমান্ত বিধিনিষেধ তুলে নিলেও, একমাত্র দেশ হিসেবে উত্তর কোরিয়া এই বিধিনিষেধ জারি রেখেছিল।
সবশেষ গত আগস্টের শেষ দিকে দেশটির অর্থনীতির চাকা সচল করতে উত্তর কোরিয়ার প্রবাসী নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয় কিম প্রশাসন।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক