রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টিকে ‘আন্তর্জাতিক খেলার অংশ’ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি ঘিরে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর পরিচালিত কর্মকাণ্ডকে বাংলাদেশের উন্নয়নবিরোধী অপতৎপরতা হিসেবে দেখছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ মে) বিবিসি বাংলা এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। এতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। এখন বিভিন্ন সংগঠন ও দেশ অপপ্রচার করছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ দেখাচ্ছে। তবে জোর দিয়ে বলতে চাই, শুধু বাংলাদেশেই ১৪ বছর ধরে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। তাই আমরা উন্নতি করছি, যা অন্যদের সহ্য হচ্ছে না।’

বিবিসির পক্ষ থেকে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না। এ জন্য এমন করেছে। আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না, এটা আমার অনুভূতি।’

যুক্তরাষ্ট্র র‌্যাবকে সব ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে তৈরি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, যে বাহিনীর ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের পরামর্শেই ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের সব প্রশিক্ষণ, সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছে। র‌্যাব সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল হয়েছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি খুবই অবাক করার মতো বিষয়।

গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়’, বিবিসি এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে একটা বড় প্রশ্ন হলো: কেন তারা নিষেধাজ্ঞা জারি করল? আইনশৃঙ্খলা বাহিনী দেশের সন্ত্রাস মোকাবিলার জন্য কাজ করছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ আইন লঙ্ঘনকারীদের পক্ষে বিদেশিরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি ১২টি প্রতিষ্ঠান মিলে এসব বক্তব্য দিয়েছে, কিন্তু তারা প্রমাণ করতে পারেনি। আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

সাক্ষাৎকারে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে দেয়া তথ্যকে চ্যালেঞ্জ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন সংখ্যার বিষয়ে শুনেছি, জেনেছি। কিন্তু যখন এসব বিষয় প্রমাণ করতে বলেছি, তখন কেউ তা প্রমাণ করতে পারেনি।’

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট নিরসনে সত্যিকারের পদক্ষেপ নিতে আহ্বান জানান।

সংবাদচিত্র ডটকম/জাতীয়

যুদ্ধবিরতির মধ্যেই কাশ্মীরে গোলাগুলি, পরস্পরকে দুষছে নয়াদিল্লি-ইসলামাবাদ

১১ মে, ২০২৫, ১০:২৪

গেজেট পাওয়ার পর আ. লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

১১ মে, ২০২৫, ১০:১৩

আজ ১৪ জেলায় বৃষ্টি, কাল আরও বাড়তে পারে

১১ মে, ২০২৫, ৯:৫১

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

১১ মে, ২০২৫, ৯:০৪

“বিলম্বে হলেও সরকার আ.লীগের কার্যক্রম ‘বন্ধ রাখা’র সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত”

১১ মে, ২০২৫, ৮:৪৬

সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

১১ মে, ২০২৫, ৮:২৭

লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো তরুণসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

১১ মে, ২০২৫, ৮:২০

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

১১ মে, ২০২৫, ১১:১৭

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

১১ মে, ২০২৫, ১২:২৮

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

১১ মে, ২০২৫, ১২:২১

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

৩ মে, ২০২৫, ৭:৩১

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

৮ মে, ২০২৫, ৫:৫১


উপরে