যুব এশিয়া কাপের টানা তৃতীয়বার আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। চতুর্থ আসরের উদ্বোধনী দিনে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ।
দুটি গ্রুপে মোট চারটি করে আটটি দল এশিয়া কাপে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে শক্তিশালী ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে জাপান ও স্বাগতিক আরব আমিরাত। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান ছাড়াও আছে শ্রীলঙ্কা ও নেপাল।
যুব দলের ৫০ ওভারের এই এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ৪ ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ পর্ব শেষে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। একটি সেমিফাইনাল দুবাইতে, অন্যটি শারজাতে। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সবগুলো ম্যাচই দুবাইতে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত গত যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের যুবারা। গত ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতেছিল আফগানিস্তান। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বাংলাদেশের ম্যাচের সূচি:
২৯ নভেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (দুবাই)
১ ডিসেম্বর: বাংলাদেশ-নেপাল (দুবাই)
৩ ডিসেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)
সংবাদচিত্র ডটকম/ক্রিকেট