পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪০০ জনের মধ্যে বস্ত্র উপহার বিতরণ করেছে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টি।
আজ বুধবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
নালিতাবাড়ী পৌর শহরের আড়াইয়ানী বাজারে পার্টির জেলা কার্যালয়ে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে পার্টির কৃষক-খেতমজুর, ছাত্র-যুব ও নারীদের মধ্যে ২০০ শাড়ী, ১০০ পাঞ্জাবী ও ১০০ টি শার্ট বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ যুব মৈত্রী শেরপুর জেলার সভাপতি রাজু আহমেদ। বিতরণকালে পার্টির জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওযার আহবান জানান।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ