বরিশালে জন্ম নিবন্ধনের তথ্য পরিবর্তন করে স্কুলে ভর্তি হতে একাধিক আবেদন করায় ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল হচ্ছে। নগরীর ৫টি সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা এ তথ্য জানিয়েছেন।
এবার নগরীর ৫টি সরকারি স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তির জন্য ৮৪০টি আসনের বিপরীতে ২০ হাজার আবেদনপত্র জমা পড়ে। ১২ ডিসেম্বর লটারির মাধ্যমে ৮৪০ জন নির্বাচিত হলে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম। কিন্তু ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে তথ্য পরিবর্তনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র বাতিলের নির্দেশনা জারি হয়।
সে অনুযায়ী যাচাই-বাছাই শুরু হলে একে একে অনিয়ম ধরা পড়তে থাকে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১১ বার আবেদন করেছে, জন্ম নিবন্ধন ব্যবহার করা হয়েছে একাধিক। সাথে রয়েছে তথ্য পরিবর্তন ও গোপনের মতো কাজ। যারা এসব অনিয়মে জড়িত তাদের ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে অন্যদের ভর্তির কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে সর্বোচ্চ ৫৬ জন, বরিশাল সরকারি জিলা স্কুলে ৩৬ জন, মডেল স্কুলে ১৫ জন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি হাই স্কুলে ১৯ জন্য, আরজু মনি সরকারি বিদ্যালয়ে ৬ জন্য।
সংবাদচিত্র ডটকম/সারা দেশ