ভয়াবহ আগুনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রবিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মনোবল শক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের পাশে সবাই আছে। খুব বেশিদিন আপনাদের এই সমস্যা স্থায়ী হবে না।
দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলোকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীদের যেসব সংগঠন আছে সবাইকে আমি অনুরোধ করবো, যেন তারা সবাই বঙ্গবাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসেন। দেশে সাড়ে তিন কোটি ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পাশে দাঁড়ালে আমার মনে হয় না সমস্যা বেশিদিন থাকবে।
এ সময় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য কোটি টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
জসিম উদ্দিন আরও বলেন, ‘আমি মনে করি বঙ্গবাজারের সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত। এজন্য এফবিসিসিআইও আপনাদের সঙ্গে কাজ করতে রাজি আছে। সরকারের উচ্চ পর্যায়ের সবাই এসেছে এখানে। এটাই বেস্ট সময় যে আমরা সবাই বসে একটা পারমানেন্ট সলিউশন (সমাধান) করতে পারবো। এফবিসিসিআই থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা করতে রাজি আছি।’
সংবাদচিত্র ডটকম/ব্যবসা বানিজ্য