আবারও রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী এই মোড় অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
পরবর্তী বর্ষে উঠার জন্য সিজিপিএর শর্ত শিথিল করার পাশাপাশি সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দেয়ার সুযোগসহ পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার দাবি জানান তারা। এ সময় তারা কয়েক মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করারও দাবি জানান।
আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নীলক্ষেত মোড় অবরোধ ছাড়বেন না।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসান বলেন, গত বছরের ডিসেম্বরে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছি। এরপর এতদিন দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ করেছি। কিন্তু আট মাস পর অর্থাৎ কয়েকদিন আগে আমাদের প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়। এতে আমি জানতে পারি, আমি দুই বিষয়ে ফেল করেছি।
এখন কলেজের বর্তমান নিয়ম অনুযায়ী আমাকে আবার প্রথম বর্ষ থেকে শুরু করতে হবে। কিন্তু আমাদের দাবি, ফেল যাওয়া সর্বোচ্চ তিন বিষয়ে মানোন্নয়নের সুযোগ দিয়ে পরবর্তী বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাই।
এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের আরেকটি দাবি হলো, পরবর্তী বর্ষে উঠার জন্য সিজিপিএর যে শর্ত, সেটি শিথিল করতে হবে। বর্তমানে বর্ষ এবং বিভাগ ভেদে আমাদের একটি ন্যূনতম সিজিপিএ ধার্য্য করা আছে। সেটি বর্ষ এবং বিভাগ ভেদে ২ পয়েন্ট থেকে ২ পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত।
এখন কেউ পাঁচ বিষয়ে ফেইল করার পরও যদি তার রেজাল্ট ধার্য করা সিজিপিএ পূরণ করতে পারে, তখন তাকে পাশ দেখানো হচ্ছে। আর কেউ সব বিষয়ে পাশ করেও যদি সিজিপিএ শর্ত পূরণ করতে না পারে, তখন তাকে দেখানো হচ্ছে ফেল। এটা তো বিরাট বৈষম্য। আমরা এই শর্ত আরও শিথিল চাই।
সংবাদচিত্র ডটকম/শিক্ষা ও শিক্ষাঙ্গন