ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এ কথা জানায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন তিনি।
এদিকে শামীম হক নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তিনি নাগরিকত্ব ত্যাগের সপক্ষে যেসব নথি নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন, সেখানে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ ওঠে।
সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক, এমন অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। গত বুধবার আপিলের আংশিক শুনানি হয়। আর আজ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি