বিসিএস (প্রশাসন) ক্যাডার ছাড়া যেসব ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে সেসব ক্যাডারে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত থেকে অবসরে যাওয়া পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত এ বিষয়ে আবেদন নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আবেদনকারীকে স্ব স্ব মন্ত্রণালয় বা বিভাগের কাছে আবেদন করতে হবে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আবেদন আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য যেসব ক্যাডারে ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদ রয়েছে সেসব ক্যাডারের যেসব কর্মকর্তা ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ের মধ্যে অবসরে গেছেন এমন কর্মকর্তাদের সংযুক্ত ছক মোতাবেক আগামী ১৬ জুন ২০২৫ তারিখের মধ্যে স্ব স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের কাছে আবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিবসহ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকেও জ্ঞাতার্থে ও কার্যার্থে পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।
জানতে চাইলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এসব কর্মকর্তার অনেকেই উচ্চতর পদে পদোন্নতির যোগ্য ছিলেন। শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের আদর্শিক অপবাদ দিয়ে পদোন্নতি বঞ্চিত করা হয়। এদের মধ্যে অনেকেই বঞ্চনা নিয়ে অবসরে চলে গেছেন, তাদের বিষয়টি নিষ্পত্তি করতে এদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এ বিষয়ে প্রাপ্ত আবেদন বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বঞ্চনার কারণ উল্লেখ করে তার কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়ে তাকে সুপারসিড করেছেন, তার বিস্তারিত তুলে ধরে বঞ্চিত কর্মকর্তার নাম, ক্যাডার, পরিচিতি নং, ব্যাচ, ব্যাচে মেধাক্রম, ক্যাডারে যোগদান বা এনক্যাডরমেন্টের তারিখ, অবসরোত্তর ছুটির তারিখ, অবসরকালীন পদবি ও গ্রেড, পদোন্নতি বঞ্চনার সংক্ষিপ্ত তথ্য আবেদনে আলাদাভাবে সুস্পষ্টভাবে উল্লেখ করার জন্য বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি ছক (কর্মকর্তা কর্তৃক পূরণীয়) বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।
সংবাদচিত্র ডটকম/জাতীয়