বন্যা ও ঝড়–বৃষ্টির মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম হয় এক ফুটফুটে পুত্রসন্তানের। ঘটনার দিনেই রাতে মা ও নবজাতকে দেখতে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলে, দুর্যোগে জন্ম শিশুটির নাম প্রধানমন্ত্রী দেন ‘নূহ আলম প্লাবন’। গত শনিবার (১৮ জুন) সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সন্ধ্যার দিকে বন্যা ও ঝড়–বৃষ্টির মধ্যে প্রসবব্যথা ওঠায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় করে
হাসপাতালে রওনা দেন সুমন মিয়া (৩৫)। পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নৌকাটি আটকে যায়। এরপর জেলা প্রশাসকের সহায়তা পেয়ে তার কার্যালয়ে ফুটফুটেফু পুত্রসন্তানের জন্ম দেন সুমন মিয়ার স্ত্রী জমিলা বেগম (২৭)।
ঘটনার দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল করলে জেলা প্রশাসক বিষয়টি তাকে জানান। এরপর
প্রধানমন্ত্রী দুর্যোগে জন্ম নেওয়া এ শিশুর নাম রাখেন নূহ আলম প্লাবন।
সোমবার (২০ জুন) জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, ‘নবজাতক প্লাবনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন পোশাক, মশারি, তেল, লোশনসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছে। মা ও নবজাতক বর্তমানে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভালো আছেন।’
সংবাদচিত্র/বিশেষ সংবাদ