চট্টগ্রাম মহানগরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসন। শনিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।
নগরীর খাতুনগঞ্জ ও আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে খাতুনগঞ্জের বরকত ভান্ডারকে ২০ হাজার টাকা, এ এইচ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার এবং আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, ফটিকছড়ির নাজিরহাট বাজারে পেঁয়াজ মজুদ রেখে ক্রয় মূলের দিগুণ দামে বিক্রি করায় ২ জন পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীকে ৫০ হাজার করে ১ লাখ টাকা এবং মোট ৭জন ব্যবসায়ীকে সর্বমোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আনোয়ারায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে পেঁয়াজ ১২০ টাকা বেশি দামে বিক্রি করায় ওই জরিমানা করা হয়।
এছাড়া মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মিরসরাইয়ে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। শনিবার (৯ ডিসেম্বর) দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ বৃহস্পতিবারে পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা।
সংবাদচিত্র ডটকম/ব্যবসা বাণিজ্য