পিডি বারেক মণ্ডলের অনিয়ম স্বেচ্ছাচারীতা চরমে - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিশেষ সংবাদ
  3. পিডি বারেক মণ্ডলের অনিয়ম স্বেচ্ছাচারীতা চরমে

এলজিইডিতে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ লোক পরিচয়ে অনৈতিক সুবিধাভোগী

পিডি বারেক মণ্ডলের অনিয়ম স্বেচ্ছাচারীতা চরমে

ফাইল ছবি

“আমি রাষ্ট্রপতির কাছের মানুষ। কাউকে ভয় পাইনা”, সবাইকে হুমকি ধামকি দিয়ে বিশেষ সুবিধা আদায় করাই হচ্ছে তার কাজ। বাড়ি, গাড়ি,প্লট,জমি কি নেই তার।

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত করণ প্রকল্প আইডিআরডব্লিউএসপি’র প্রকল্প পরিচালক মো. আব্দুল বারেক মন্ডল। তার অনিয়ম ও দুর্নীতির কিছু ধরণ পাঠক সম্মুখে তুলে ধরা হলো।

বিগত কয়েক বছর এলজিইডির পিডি নিয়োগ, নির্বাহী প্রকৌশলীর পোস্টিং পেতে মোটা অংকের লেনদেন হয়।অদক্ষ কিন্তু ধুরন্দর আব্দুল বারেক মন্ডল ঢাকার বাইরে কোন স্টেশনে এক বছরের বেশি টিকতে পারেনি। প্রধান কার্যালয় আসার পর থেকে ডিপিডি হিসাবে কয়েকটি প্রকল্পে দায়িত্ব পালন করলেও কোথাও বেশিদিন স্থায়ী হননি। মোটা অংকের ঘুষ দিয়ে পিডির নিয়োগ নিতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহনের পর ধুরন্ধর বারেক মন্ডল ফন্দি আটতে থাকে। অবশেষে সুযোগ পায়।জানা যায় রাষ্ট্রপতি দায়িত্ব আসীন হওয়ার পর পাবনায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা কমিটির নেতা ছিলেন এই বারেক মন্ডল।

অনুষ্ঠানে সে স্টেজে রাষ্ট্রপতির সাথে বসেছিলেন। ওই সময় বিভিন্ন এঙ্গেলে অনেকগুলো ছবি তুলে রাখেন। পরবর্তীতে ওই ছবিগুলো পুঁজি করে মন্ত্রণালয় যাতায়াত শুরু করেন এবং রাষ্ট্রপতির সাথে বিভিন্ন ছবি দেখিয়ে সে মন্ত্রী ও সচিবদের বোঝাতে সক্ষম হন যে তিনি রাষ্ট্রপতির খুব কাছের মানুষ। এভাবে সে ওই প্রকল্পের পিডির দায়িত্ব পায়।

পিডির দায় গ্রহণের পর থেকেই বারেক মন্ডল শুরু করেন অনিয়ম ও দুর্নীতি। আউটসোর্সিং জনবল নিয়োগ, কনসালটেন্ট ফার্ম নিয়োগ, প্রকল্পের কেনাকাটা, বিভিন্ন কোডে কন্টিজেন্সির টাকা ভূয়া বিল- ভাউচার করে উত্ত্বোলন। সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি শুরু করেন।

সুত্র জানায়, অফিসের আসবাবপত্র,ডেকোরেশন কিছু না করেই রাষ্ট্রপতির ভয় দেখিয়ে তখন প্রায় দশ লাখেরও বেশি টাকার বিল ভাউচার করে নেন। এ ছাড়া তিনটি কোডে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী ক্রয় বাবদ ডিপিপিতে এক কোটি ১৮ লাখ টাকা ধরা থাকলেও নামকা ওয়াস্তে কয়েকটি কিনে, কয়েকটি অন্য প্রকল্পের থেকে চেয়ে নিয়ে নতুন ক্রয় দেখিয়ে প্রকল্পের এক বছর হতেনা হতেই প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন।

উল্লেখ্য জিওবি অর্থায়নে দুই হাজার ৪০০ কোটি টাকার এই প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালের জুলাই মাসে এবং শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন। এদিকে ডিপিপিতে কন্টিজেন্সির অন্য তিন কোড অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ১০ লাখ টাকা, প্রকৌশল ও অন্যান্য সরঞ্জামাদি এক কোটি টাকা ও অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে ৫ লাখ টাকাসহ মোট এক কোটি ১৫ লাখ টাকা নয়ছয় করেছে পিডি বারেক মন্ডল।

মজার বিষয় হলো, এই প্রকল্পের ডিপিপিতে স্ট্যাম্প ও সীল তৈরি খাতে ১৫ লাখ টাকা।

পিডি বারেক মন্ডল সংশ্লিষ্ট কর্মকর্তা যারা সীল ব্যবহার করবেন তাদের নিজ খরচে সীল তৈরি করতে বলেন এবং সকলে ইতোমধ্যে তার তৈরী করে কাজ করেছেন। এদিকে পিডি বারেক মন্ডল কয়েক হাজার টাকার সীল বানিয়ে সরবরাহ কারীর নিকট থেকে চার লাখ টাকার বিলে স্বাক্ষর করিয়ে বারেক মন্ডল পকেটে ভরেছে।

নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, আমাকে রাষ্ট্রপতির ছবি দেখিয়ে হুমকি দিয়ে বিল তৈরি করতে বলে। মনিহারি পন্য ক্রয় খাতে ধরা ৮০ লাখ টাকার বড় অংশ ভুয়া বিল ভাউচার করে উঠিয়ে নিয়েছে পিডি বারেক মন্ডল।

সুত্র জানায়, আউটসোর্সিং জনবল নিয়োগ দিয়ে দুই থেকে চার লাখ টাকা করে জনপ্রতি প্রায় দুই কোটি টাকা ঘুষ নিয়েছেন পিডি বারেক মণ্ডল।
আউটসোর্সিং খাতে ৫৮ জন নিয়োগ দিয়েছে, এর মধ্যে আট জন সহকারী প্রকৌশলী, ১২ জন উপ-সহকারী প্রকৌশলী, ৩০ জন কার্য্যসহকারী ও অন্যান্য পদে আট জন নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে নিয়োগপ্রাপ্ত কয়েক জন ঘুষের পুরো দিতে না পারায় বাকি টাকা প্রতি মাসের বেতন থেকে ৫ হাজার টাকা আদায় করে নেন বারেক মণ্ডল।

সুত্র জানায়, কনসালটেন্ট ফার্ম নিয়োগ দিয়েছেন তিন কোটি টাকার বিনিময়ে। শুধু তাই নয় কনসালটেন্ট পার্টে জনবল নিয়োগে মোটা অংকের ঘুষ নিয়েছেন তিনি।

ডিপিপিতে কনসালটেন্ট পার্টে বরাদ্দ ১৫কোটি টাকা। পিডি বারেক মন্ডল কনসালটেন্ট ফার্ম কর্তৃপক্ষকে বলেছে যে, তারা নামমাত্র থাকবে তাদের মাঠ পর্যায় তেমন কাজ করতে হবে না। আমি রাষ্ট্রপতির কাছের মানুষ আমি সব ম্যানেজ করে নেব।

শুধু তাই নয় কনসালটেন্ট পার্টের জনবলের বেতনেও রয়েছে গোপন চুক্তি। নির্ধারিত বেতনের অতিরিক্ত ১০ থেকে ৩০ হাজার টাকা বেতন ধরে বাড়তি টাকা নিজের পকেটস্থ করেন বারেক মণ্ডল।

প্রকল্পের ডিপিপিতে ৭০ টি মোটর সাইকেল, গাড়ী ভাড়া খাতে ধরা হয়েছে মোটা অংকের টাকা। ভূমি অধিগ্রহণ/ক্রয় দেখানো হয়েছে প্রায় ৪৬৮ একর, যার জন্য বরাদ্দ ২২০ কোটি টাকা।

পিডি বারেক মন্ডল জমির মালিকদের সাথে আঁতাত করে বেশি দাম বেশি দেখিয়ে বাড়তি টাকা খেয়ে ফেলার পায়তারা করেন। আবার কোনো কোনো জায়গায় জমির মালিক গরিব হলে সেখানে হুমকি ধামকি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়ায় অভিযোগও রয় তার বিরুদ্ধে।

প্রকল্পের ফিজিক্যাল কনটিজেন্সি খাতে ২৬ কোটি ১৮ লাখ ও প্রাইজ কনটিজেন্সি খাতে ৪৭ কোটি ৪৪ লাখ টাকা ধরা হয়েছে। পিডির শোন দৃষ্টি এই তিন খাতের দুইশ সাড়ে ছিয়ানব্বই কোটি টাকার উপর।

শুধু তাই নয় চারিত্রিক দিক দিয়েও রয়েছে তার বেশ সুনাম। সন্ধ্যার পর প্রায়ই পশ্চিম আগারগাঁও পিডির আফিস রুমে বহিরাগত নারীদের আনাগোনা দেখা যায়।আবার ক’ অদ্যক্ষরের এক সুন্দরী নারীকে আউটসোর্সিং খাতে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়েছেন। অফিস সূত্রে জানা যায়, ওই মহিলা কম্পিউটারের কোন কাজই জানে না। সবসময় বারেক মন্ডলের পাশে বসে থাকেন। তার সাথে বিভিন্ন সময় অনৈতিক কাজে লিপ্ত হন। পিডি বারেক মণ্ডল নিজের গাড়িতে করে তাকে উত্তরা থেকে সকালে নিয়ে আসেন, আবার সন্ধ্যায় গাড়িতে তাকে বাসায় পৌঁছে দেন।

বারেক মন্ডলের সম্পদের পরিমাণ ও বেশ। উত্তরায় রয়েছে পাঁচ তলা আলিশান বাড়ি, পাবনায় রয়েছে প্রায় তিনশো বিঘা জমি।
সূত্র আরো জানায়, উত্তরাসহ ঢাকায় তার কয়েকটি ফ্ল্যাট ও প্লট রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির কয়েকজন পিডি জানিয়েছেন, বারেক মন্ডল অতি ধুরন্ধর, সে কাজ বুঝেনা কিন্তু খাওয়ায় ওস্তাদ। প্রকল্পটি এমন একজন মানুষের হাতে পড়েছে ফলে ওখানে উন্নয়ন নয়, চেটেপুটে খাচ্ছেন পিডি বারেক মন্ডল।

সংশ্লিষ্টদের দাবি অনতিবিলম্বে বারেক মণ্ডলের অনিয়ম ও দুর্নীতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

সংবাদচিত্র ডটকম/দুর্নীতি

শেয়ার করুনঃ

৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলম নির্যাতনের প্রতিশোধ: তারেক রহমান

২৩ এপ্রিল, ২০২৫, ১০:১২

ফিলিস্তিনিদের প্রতি মানবিক সমর্থন জানালেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

২৩ এপ্রিল, ২০২৫, ১০:০২

বিকেএসপিতে উদ্বোধন করা হলো চীনের তাই চি সেন্টার

২৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৮

সাত বছর পর জিম্বাবুয়ের সাথে লজ্জার হার বাংলাদেশের

২৩ এপ্রিল, ২০২৫, ৯:৫২

সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৩ এপ্রিল, ২০২৫, ৯:৪৬

অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক

২৩ এপ্রিল, ২০২৫, ৯:৪১

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

২৩ এপ্রিল, ২০২৫, ৯:৩৩

তিউনিসিয়ায় আটকে পড়েছেন ৩২ বাংলাদেশি

২৩ এপ্রিল, ২০২৫, ৯:২৬

আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে না: হাইকোর্ট

২৩ এপ্রিল, ২০২৫, ৯:২১

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৩ এপ্রিল, ২০২৫, ৯:১৭

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে