আরাফাতের ময়দানে আজ মঙ্গলবার ভোর থেকে জড়ো হয়েছেন লাখো মুসলমান। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান। সূর্যাস্ত পর্যন্ত তাঁরা আজ আরাফাতের ময়দানেই অবস্থান করবেন। মূলত আরাফাতের ময়দানে অবস্থান করাই আজকের হজের মূল আনুষ্ঠানিকতা।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ২০ লাখ মুসলমান আজ আরাফায় উপস্থিত হয়েছেন। ঐতিহ্যবাহী সাদা সুতির পোশাক পরা পুরুষরা এবং আবায়াস পরা নারীরা ‘লাব্বাইক’ ধ্বনি উচ্চারণ করছেন।
পবিত্র হজ ইসলামের অবশ্যপালনীয় পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর জন্য হজ বাধ্যতামূলক। জিলহজ মাসের ৯ তারিখ থেকে হজের নিয়তসহ ইহরাম পরিধান করে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার আনুষ্ঠানিকতাই হজ।
গতকাল দীর্ঘ যানজট পেরিয়ে এবং অনেকে পায়ে হেঁটে মিনায় পৌঁছেছেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে আজ হজের খুতবা দেওয়া হবে। খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। এরপর মুজদালিফায় গিয়ে তাঁরা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে এবং শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন।
হাজিরা মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে আবার মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরবেন। সেখানে শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন হাজিরা। এরপর সেলাইবিহীন সাদা পোশাক পরিবর্তন করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাসে এবারই সবচেয়ে বেশিসংখ্যক হাজির পদচারণায় মুখরিত হচ্ছে। চলতি বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজ করতে চলেছি। করোনার বিধিনিষেধ পুরোপুরি উঠে যাওয়ায় এবার আগের বছরের তুলনায় বহু পরিমাণে বেড়েছে হজযাত্রীর সংখ্যা।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এবারের হজে রেকর্ড ২৫ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন।
সংবাদচিত্র ডটকম/ইসলাম ও ধর্ম