পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। আজ সোমবার (৩০ আগস্ট) ভোর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়েছে।
সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, পণ্যবাহী ট্রাকগুলো ফেরি পারাপারের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থাকায় বিপাকে পড়েছেন চালক ও সহকারীরা। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় অতিরিক্ত গাড়ির চাপ দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এসব ট্রাক রবিবার মধ্যরাতে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। ঘাটে যানবাহনের চাপও রয়েছে।
সংবাদচিত্র/সারাদেশ