রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। সম্প্রতি পদোন্নতি পেয়ে নতুন করে ৯ জন মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩’ অনুসরণ করে একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি চূড়ান্ত করা হয়েছে। পদোন্নতির আগে তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়।
সবচেয়ে বেশি পাঁচজন ডিএমডি পদোন্নতি পেয়েছেন সোনালী ব্যাংক থেকে। তাঁদের মধ্যে মো. রেজাউল করিম, মো. নূরুন নবী এবং মোহাম্মদ শাহজাহানকে পুনরায় সোনালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, মো. রফিকুল ইসলাম কে বেসিক ব্যাংক এবং মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকে পাঠানো হয়েছে।
অগ্রণী ব্যাংক থেকে পদোন্নতি পেয়েছেন দু’জন। রূবানা পারভীন আগের মতোই অগ্রণী ব্যাংকে থাকছেন, নূরুল হুদাকে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-তে।
অন্যদিকে, কৃষি ব্যাংকের মো. খালেদুজ্জামান এবং জনতা ব্যাংকের মো. আশরাফুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদোন্নতির মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাতে নেতৃত্বের স্তরে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংবাদচিত্র ডটকম/ব্যবসা বাণিজ্য