আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন। একইসাথে চার মাসের মধ্যে দুদককে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এর আগে, তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি। পরে এ নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে, রোববার (২৬ ফেব্রুয়ারি) এক আইনজীবী প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে ওই রিট করেন।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আবদুস সোবহান মিয়াকে (গোলাপ) বিবাদী করা হয়।
প্রসঙ্গত, মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) ২০১৮ সালে মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক করা হয়। তিনি দলের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
সংবাদচিত্র ডটকম/আইন ও বিচার