নরসিংদীতে জেলার ৭টি থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ থেকে পুরোপুরিভাবে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেয়। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ট্রাফিক পুলিশের সদস্যরা যোগ দেওয়ার পর সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও আনসার সদস্যরা ফিরে গেছেন। নরসিংদী মডেল থানার প্রাঙ্গণে সকাল থেকেই বিভিন্ন অভিযোগ নিয়ে আসছে সেবা প্রার্থী মানুষেরা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, থানার সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে ২টি অভিযোগ পেয়েছি। আজ থেকে পুরোপুরিভাবে টহল থেকে শুরু করে সব কার্যক্রম শুরু হচ্ছে। এখন আগের মতো সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ