জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দেয়া ধর্মঘটের ডাক প্রত্যাহার করেছে পাম্প মালিকদের একাংশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের নেতারা। তাদের বিবৃতিতে তারিখ উল্লেখ রয়েছে ৩১ আগস্ট ২০২৩।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব (ভারপ্রাপ্ত) মীর আহসান উদ্দিন পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস্ এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে গত ২৯ আগস্ট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেট্রোল পাম্প মালিকদের সব ধরনের দাবি-দাওয়া পূরণের সিদ্ধান্ত বাস্তবায়নে আশ্বস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা চাওয়া হলো।
বৈঠকে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ, মহাসচিব-জুবায়ের আহমেদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব-মীর আহসান উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক-জায়েদ আহমেদ তপন ও হুমায়ুন আহমেদসহ সিলেট বিভাগের ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জ্বালানি তেল ব্যবসায়ীদের আরেক অংশ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্তে অটল। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সময় সংবাদকে ধর্মঘটের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছিলেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন।
তিনি বলেন, আমাদের দাবি তিনটি। এগুলো হলো: জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করতে হবে। জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করার পাশাপাশি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করতে হবে।
কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি