দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পুরোটাই হয় ডলারে। গেল দুই বছর থেকে চলমান ডলার সংকটের কারণে যা প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছে। ডলারের এমন সংকট কাটাতে গেল জুলাইতে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসার লেনদেন নিজস্ব মুদ্রায় করার সিদ্ধান্ত নেয়া হয়। চুক্তি হয়, দ্বিপাক্ষিক বাণিজ্যে লেনদেন মেটাতে রুপি ও টাকায় নিষ্পত্তি করা হয়। যার আওতায় প্রথমবারের মতো রুপিতে লেনদেন করলো প্রাণ আরএফএল এর সিস্টার্স কর্নসার্ন হবিগঞ্জ এগ্রো।
দেশে প্রথমবারের মতো ভারতীয় মুদ্রা রুপিতে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি হলো। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্ৰাণ আরএফএল গ্রুপের সিস্টার্স কর্নসার্ন হবিগঞ্জ এগ্রোর সাথে সম্পন্ন হওয়ায় এ লেনদেনের পরিমাণ ২৪ লাখ রুপি। শুভ মাহফুজের রিপোর্ট।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এই লেনদেনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ভারত বাংলাদেশের একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রথম বারের মতো দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন নিস্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোন মুদ্রা ব্যবহৃত হলো। এর মাধ্যমে দু’দেশর বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, বৈদেশিক মুদ্রার মজুতের ওপর চাপ কমাতে ভারত-বাংলাদেশ নিজস্ব মুদ্রায় বাণিজ্যের এ সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যবসার খরচ কমার পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলেও মনে করেন তিনি।
পরিসংখান বলছে, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় এক হাজার ৬০০ কোটি ডলার। এর মধ্যে ভারত থেকে প্রায় এক হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। আর ভারতে রপ্তানির পরিমাণ ২০০ কোটি ডলারের মতো।
সংবাদচিত্র ডটকম/অর্থনীতি