ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে রাতের বেলায় হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ হামলা চালানো হয়। তবে কীভাবে এ হামলা চালিয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেনি তারা। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
‘আইডিএফ দক্ষিণ লেবাননে রাতের বেলায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে’ উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে, ‘বেসামরিক স্থাপনার আড়ালে হিজবুল্লাহর পুনর্নির্মাণ বা সামরিক উপস্থিতি স্থাপনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইডিএফ অভিযান চালাবে।’
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, দক্ষিণ লেবাননে বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়।
ওই সময় লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিলো, ইসরায়েলি বাহিনী নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও দক্ষিণ লেবাননে তাদের অবস্থান ধরে রাখে এবং এলাকায় ফিরে আসতে থাকা সাধারণ মানুষের ওপর গুলি চালায় এবং তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক