রংপুরের গংগাচড়ায় ৩০০ ফিট বাধ ভেঙে তিস্তার প্রবল স্রোতে গৃহহীন হয়ে পড়েছে মানুষ। এতে বেশ কয়েকটি বাড়িঘর বিলীন হয়ে গেছে।
পানি বৃদ্ধির বিষয়ে আগাম সতর্কতা জারি করে গতকাল সকাল থেকে মাইকিং শুরু হয়। সেইসঙ্গে সতর্কতা অবলম্বনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে।
ভারতের উত্তর সিকিমে ভয়াবহ বন্যা ও বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ অংশে বিপৎসীমা অতিক্রম করছে। এতে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ বন্যার হতে পারে।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ