ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় এ কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে উপাচার্য বলেন, এ পদ্ধতিতে শিক্ষার্থীরা তাঁদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ কমবে।
অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার চিন্তা করছে। এজন্য একটি ডিজিটাল হাব তৈরির পরিকল্পনা করেছে ঢাবি।
গত মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা হয়নি।
সংবাদচিত্র/শিক্ষা/আর.কে