আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেরাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর সাবেক সাংসদ মুরাদ জং ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করেন। সাইফুল ইসলাম দলীয় মনোনয়ন লাভের জন্য সম্প্রতি স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সোমবার (২৭ নভেম্বর) তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
অপরদিকে সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ার জংয়ের পুত্র তালুকদার মো. তৌহিদ জং মুরাদ গত ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে তিনি মনোনয়ন বঞ্চিত হন। এবারও তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে মুরাদ জং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় এলাকায় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ পরিলক্ষিত হচ্ছে।
উক্ত বিষয়ে জননেতা মুরাদ জং এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা- ১৯ তথা সাভার-আশুলিয়া এলাকার সর্বস্তরের মানুষের সম্মান, মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া কর্মী-সমর্থকরাও আশায় ছিলেন। তারা বলছেন নির্বাচন করতে। যেহেতু নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই ভেবে চিন্তে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সবার দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। আসুন মিলেমিশে শান্তির জনপদ গড়ে তুলি। উশৃঙ্খলতা যেন কোনোভাবেই পৃষ্ঠপোষকতা না পায় সেইজন্য আসুন ঐক্যবদ্ধ হই। কথা দিচ্ছি মানুষের সম্মান, মর্যাদাকে সমুন্নত রেখে স্মার্ট ঢাকা-১৯(সাভার-আশুলিয়া) গড়ার লক্ষ্যে কাজ করবো।’
সংবাদচিত্র ডটকম/রাজনীতি