ঢাকা-১৯ আসনে সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ’সহ সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম।
আজ সোমবার ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।
বৈধ প্রার্থীরা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকের পার্টির শামসুদ্দিন আহমেদ।
মনোনয়নপত্র বাতিল হয়েছে– বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও বিএনএমের সাইফুল ইসলামের।
বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যবহার করুক। ঢাকা-১৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের অনুরোধে। আমি বিশ্বাস করি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়ার) মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ