ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা চলতি বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আনা হয়েছে। জাতীয় নির্বাচনের কারণে কর্তৃপক্ষ ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে।
ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। তাদের মতে, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৭ অথবা ১২ অক্টোবর কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে নেওয়া হবে।
গত বছর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। দায়িত্ব পরিবর্তন করে তার স্থলে নতুন আহবায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
এক শিক্ষক জানান, নির্বাচনের কারণে ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হলে রাজনৈতিক সভা-সমাবেশ হবে, যা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে অসুবিধা সৃষ্টি করতে পারে। তাই পরীক্ষা আগেভাগেই সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।
ঢাবির ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সাধারণত এইচএসসি ফল প্রকাশের পরপরই শুরু হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছিল ৪ নভেম্বর থেকে এবং ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল ৩ জানুয়ারি। নতুন শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হবে এইচএসসি ফল প্রকাশের পর এবং ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য ধরা হয়েছে।
ড. মো. শরিফুল ইসলাম বলেন, “আগামী মাসের শুরুতে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত হবে। আমরা চাই শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।”
সংবাদচিত্র ডটকম/শিক্ষা