চলতি বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে বেশি। অথচ এখনো বর্ষাকাল শুরু হয়নি, শুরু হয়নি এডিস মশার প্রজননকাল। তাই আসছে বর্ষায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এই সতর্কতা এবং সচেতনতার বার্তা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরের তথ্যের সঙ্গে তুলনা করে দেখা যাচ্ছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের কয়েকগুণ বেশি। যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। সেজন্য আমরা মনে করি, ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজন আছে।’
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের যা যা করণীয়, তা নেয়া শুরু হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা দেশের মানুষকে বলতে চাই, নিজ নিজ জায়গা থেকে সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি আছে, তা যেন আমরা মেনে চলি।’
স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিচালক বলেন, ‘আমাদের সঙ্গে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন…আমরা একসঙ্গে যেহেতু কাজ করি। মশক নিধন বর্জ্য ব্যবস্থাপনা, এই কাজগুলো যদি আরও জোরদার করা যায়, তাহলে এই মৌসুমে ডেঙ্গু নিয়ে আমাদের যে ভীতি…গত বছরও আমরা দেখেছি অনেকে আক্রান্ত হয়েছে…অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে, সেটা আমরা কমিয়ে আনতে পারব। স্বস্তির পরিবেশ তৈরি হবে।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদচিত্র ডটকম/স্বাস্থ্য