ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় নয়জন এবং ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ১৪৩ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৯ জন ভর্তি হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আট হাজার ৯৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ হাজার ১০০ এবং ঢাকার বাইরের অন্যান্য বিভাগে ভর্তি তিন হাজার ৯৬১ জন রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৮৪৮ এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫৫৯ জন।
আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৩৯ জন মারা গেছেন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন।
সংবাদচিত্র ডটকম/স্বাস্থ্য