শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. ভ্রমণ সারাদেশ চট্টগ্রাম রাঙ্গামাটি
  3. ডুবে গেছে ঝুলন্ত সেতু, রাঙ্গামাটির পর্যটন ব্যবসায় ভাটা

ডুবে গেছে ঝুলন্ত সেতু, রাঙ্গামাটির পর্যটন ব্যবসায় ভাটা

দীর্ঘ প্রায় এক মাসে ধরে হ্রদের জলে নিমজ্জিত রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক মাসে ধরে হ্রদের জলে নিমজ্জিত রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। এতে রাঙ্গামাটিতে ভাটা পড়েছে পর্যটক আগমে। যার প্রভাব পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়। রাঙ্গামাটি পর্যটন শিল্পকে বাঁচাতে এই সমস্যার স্থায়ী সমাধান চায় ব্যবসায়ীরা। আর সমস্যা সমাধাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের।

রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন এই ঝুলন্ত সেতু। প্রায় এক মাস ধরে ডুবে আছে হ্রদের জলে। দুর্ঘটনা এড়াতে সেতুতে পর্যটক চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এতে পর্যটকের পদচারণায় সদা মুখর থাকা স্থানটি এখন প্রায় নিস্তব্ধ হয়ে গেছে।

ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় প্রভাব পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়। পর্যটক না থাকায় বোটগুলো বেঁধে রাখা হয়েছে ঘাটে। আবাসিক হোটেলে নেই কোনো বুকিং, অলস সময় কাটাচ্ছে টেক্সটাইল ব্যবসায়ীরা। অন্যদিকে হাতে গোনা দুই একজন পর্যটক যাও আসে, রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতুর এমন করুণ অবস্থায় রাজ্যের হতাশা তাদের কণ্ঠে।

ঢাকা থেকে বেড়াতে আসা সাইফুল হাসান বলেন, ‘অনেক পরিকল্পনারকরে এসেছি রাঙ্গামাটিতে, ইচ্ছা ছিল সেতুতে হাঁটব, ছবি তুলব তা আর হলো না। সেতু তো ডুবে গেছে। হতাশ হয়ে ফিরে যাচ্ছি।’

সামির ট্যুরিজমের কর্নধার সামিরুল ইসলাম বলেন, ‘এ বর্ষায় আমাদের রাঙ্গামাটির চারটা বুকিং বাতিল হয়েছে। পর্যটকরা জানিয়েছে সেতু ডুবে গেছে খবর পেয়েছি। তাই এখন আর রাঙ্গামাটিতে যাব না। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই নিজেই চলে আসলাম, দেখে গেলাম বাস্তব অবস্থা।’

স্থানীয় গণমাধ্যমকর্মী শংকর হোড় বলেন, ‘এত বছর হয়ে গেছে, প্রতিবছর সেতুটি ডুবে যায়, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।’

ব্যবসায়ীরা বলেন, ‘কোনো পর্যটক না আসায় আমাদের ব্যবসা প্রায় বন্ধ। আমাদের দোকানে বেচাকেনা নাই। সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে।’

রাঙ্গামাটি আবাসিক হোটেল ব্যসবসায়ী সমিতির সদস্য নিয়াজ আহম্মেদ বলেন, ‘প্রতি বছর এই সেতুটি ডোবার ফলে আমাদের অনেক ক্ষতি হয়। আমাদের পর্যটন শিল্পকে বাঁচাতে এই সমস্যার স্থায়ী সমাধান চাই। এবাবে তো চলতে পারে না।’

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, ‘এটাই আসরেই হতাশার। কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বিষয়টি আমার মাথায় আসছে না। তবে এই সেতুর সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ শুরু করেছি। একটি প্রাথমিক ব্যয় নির্ধারণ করেছি। যার পরিমাণ ২৫/৩০ কোটি টাকার মত খরচ হতে পারে। বিষয়টি নিয়ে পর্যটন মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা শুরু করব।’

রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় দুই পাহাড়কে যুক্ত করতে ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দৈর্ঘের সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। যা সারা বিশ্বে রাঙ্গামাটি পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিতি পেয়েছে।

সংবাদচিত্র ডটকম/ভ্রমন

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

৩ অক্টোবর, ২০২৫, ১২:৪১

সহজ ম্যাচ কঠিন করে অবশেষে জিতল বাংলাদেশ

৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৬

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

২ অক্টোবর, ২০২৫, ১১:১০

মোহাম্মদপুরে এলজিইডির ড্রাইভার রুহুলের ‘সাম্রাজ্য’

২ অক্টোবর, ২০২৫, ৬:০৯

ঢাকা বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত: এনসিপি দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে

২ অক্টোবর, ২০২৫, ৫:১০

ইসরায়েলের বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

২ অক্টোবর, ২০২৫, ৩:২০

ভারত-পাকিস্তান নারী বিশ্বকাপ ম্যাচে হ্যান্ডশেক নিষেধাজ্ঞা

২ অক্টোবর, ২০২৫, ২:৪৬

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

২ অক্টোবর, ২০২৫, ২:২২

Gen Z-এর হতাশা ও গণতন্ত্রের সংকট

২ অক্টোবর, ২০২৫, ৯:১১

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত

১ অক্টোবর, ২০২৫, ৬:৪১

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮


উপরে