ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না বলে সাফ জানিয়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল হবে না। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে এ আইন সংস্কার হবে বলে প্রত্যাশা করছি।’
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (৩ মে) ধানমন্ডিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘ভবিষ্যৎ অধিকার গঠন’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সরকার কাজ করছে। এই আইনের সমস্যা দূর করে এটাকে সর্বসাধারণ আইন করা হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনোই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করবেন না।
অনুষ্ঠানে আইনমন্ত্রী সাংবাদিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি