নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌনকর্মীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক রাজ্যের একজন বিচারক মামলার কার্যক্রম স্থগিত করার পক্ষে রায় দেন। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রকাশ করা একটি নথিতে এই তথ্য পাওয়া গেছে। এর আগে চলতি বছরের মে মাসে নিউ ইয়র্কের এক আদালতে যৌনকর্মীকে মুখবন্ধ রাখার জন্য টাকা দেয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। তবে, এই মামলায় তার কী সাজা হতে পারে সে সংক্রান্ত রায় নির্বাচনের কারণে পিছিয়ে দেয়া হয়।
এর আগে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়ের প্রসিকিউটররা রোববার বিচারক মার্চানকে একটি ইমেল পাঠিয়েছেন যাতে ট্রাম্পের ৫ নভেম্বরের নির্বাচনে বিজয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে অভিষেকের কারণে এর কার্যক্রম বন্ধ করার কথা বলেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাঁর সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়েছিল স্টর্মিকে।
ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প। ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক