মিন্টু ও সাংবাদিক শমী ইব্রাহীম। ঝংকার ললিতকলা একাডেমির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমিতে দেয়া হয় এই গুনীজন সম্মাননা। এতে পুরস্কৃত হত ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, গাজী টেলিভিশনের সাংবাদিক শমী ইব্রাহীম, দিপ্ত টেলিভিশনের উপস্থাপিকা তানিয়া আফরিন, গায়িকা লিনা লিসা সহ আরও অনেকে। সাংবাদিকতা, উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সমাজসেবা ও ব্যবসায় অবদানের জন্য মোট আটটি ক্যাটাগরিতে ১৩ বিশিষ্টজনকে দেয়া হয় এই সম্মাননা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হক। ঝংকার ললিতকলা একাডেমির অধ্যক্ষ ফাতেমা কাশেম সহ প্রতিষ্ঠানটির সর্ব স্তরের কলাকৌশলী সহ গুনীজন অনেকে।
এছাড়া ঝংকার ললিতকলার এই গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে সদূর ভারত ও কানাডা থেকে এসেছেন সংস্কৃতি প্রেমিরা। সম্মাননা প্রদান শেষে বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝংকার ললিতকলা একাডেমির শিক্ষার্থীরা নাচ, গানের মাধ্যমে মাতিয়ে তোলেন পুরো পরিবেশ।
সংবাদচিত্র ডটকম/সংগঠন সংবাদ