প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে নারায়ণগঞ্জ জেলায় এবারের চ্যাম্পিয়ন নূরুল হক উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ বার একাডেমিকে ৭ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে নূরুল হক উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য এবারের টুর্নামেন্টে আসরের শুরুতেই নূরুল হক উচ্চ বিদ্যালয় শক্তিশালী নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজকে ১০ উইকটে হারিয়ে সবাইকে চমকে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে আদর্শ স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যায়।
সেমিফাইনালে তারা গণবিদ্যা নকিতেন উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নারায়ণগঞ্জ বার একাডেমির মুখোমুখি হয় রূপগঞ্জের পূবেরগাঁওস্থ নূরুল হক উচ্চ বিদ্যালয়। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নূরুল হক। শুরুতেই দলের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়ে মাত্র ৪৫ রানে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করে নেয়।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকটে হারিয়ে ৭ উইকেটে নিজেদের জয় নিশ্চিত করে এবং জেলার সেরা দল ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব র্অজন করে।
নূরুল হক উচ্চ বিদ্যালয় এখন নারায়ণগঞ্জের গৌরব
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুবরেগাঁও গ্রাম। একটি সাধারণ গ্রামের স্কুলের এমন সাফল্য সত্যিই প্রশংসার দাবিদার। স্থানীয়দের জন্য এটি এক অনন্য গৌরবের মুহূর্ত। ক্রিকেটের প্রতি স্কুলটির আগ্রহ, পরিশ্রম, শিক্ষক এবং শিক্ষার্থীদের অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে।
নূরুল হক উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের এমন বিষ্ময়কর সাফল্য আগামি দিনে আরও অনুপ্রেরণা যোগাবে, এমনটাই আশা করছে স্থানীয়রা। এগিয়ে যাক স্কুল ক্রিকেট, আরও উন্নত হোক নূরুল হক উচ্চ বিদ্যালয়! এমন প্রত্যাশা আমাদেরও।
সংবাদচিত্র ডটকম/স্কুল ক্রিকেট