লালমনিরহাটে বৈশাখী মেলা থেকে জুয়াড়ি সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
নিহত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। তিনি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে কাজীর চওড়া গ্রামে বৈশাখী মেলা থেকে রবিউলকে জুয়াড়ি সন্দেহে আটক করে পুলিশ। আটক পর রবিউলকে নির্যাতনে করেছে পুলিশ। এতে রবিউল সংজ্ঞাহীন হয়ে পড়লে রাত পৌনে ১২টার দিকে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হিরামানিক এলাকায় পয়লা বৈশাখের মেলার পাশেই জুয়ার আসর বসে। খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে পুলিশ।
পরে এদের মধ্যে কাজির চওড়া এলাকার রবিউল অসুস্থ হয়ে পড়লে থানায় না নিয়ে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।
রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করে উত্তেজিত জনতা। রবিউলের স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনে মারা গেছেন তিনি।
তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক হালিমুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
সংবাদচিত্র/অপরাধ