প্রায় এক দশক আগে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠে এই উৎসব। এবার ছোট পরিসরে আয়োজন করা হলো উৎসবটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার ছোট পরিসরে আজ শনিবার (২ ডিসেম্বর) চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০২৩’ পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স অনুষ্ঠিত হয়।
এতে পারফর্ম করেছে অবসকিওর, আর্ক, ভাইকিংস, চাইম, ব্ল্যাক, মেকানিক্স, মেহরীন, স্টোন, সাস্টেইন, এফ মাইনর, নাটাই, ব্রহ্মপুত্র ও ব্যান্ড তরুণ। এ উৎসবে আরও পারর্ফম করেছেন চ্যানেল আই সেরাকণ্ঠ ৭তম আসরের শিল্পীরা।
সংবাদচিত্র ডটকম/উৎসব