কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত থেকে গাঁজা পাচারের সময় ১৬ কেজি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় অভিযুক্ত মাদককারবারি আলেয়া বেগম ক্ষিপ্ত হয়ে পরিস্থিতি ঘোলাটে করতে মসজিদের মাইক ব্যবহার করে বিজিবিকে ‘ডাকাত’ বলে ঘোষণা দেন এবং স্থানীয়দের উসকে দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালান।
ঘটনাটি ঘটে ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া এলাকায়, সীমান্ত পিলার ২১০৬/৪-এর কাছাকাছি। বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের কাছে চোরাচালান রুখতে ওঁৎ পেতে ছিল। এ সময় ৫-৬ জন পাচারকারী ভারতের দিক থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাঁজা আটকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আলেয়া বেগম তাঁর সহযোগীদের দিয়ে মসজিদের মাইক ব্যবহার করে ‘ডাকাত ডাকাত’ বলে ঘোষণা দেন, যাতে স্থানীয়রা বিভ্রান্ত হয়ে বিজিবির বিরুদ্ধে অবস্থান নেয়। এর ফলে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ পরিস্থিতিতে আলেয়া বেগম ও তাঁর দল গ্রামবাসীকে উসকে দিয়ে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী বিওপি থেকে আরও দুটি বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদককারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ