মাঘের শেষভাগে এসে হাড় কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গাবাসী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের রেকর্ড করা এ মৃদু শৈতপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, শনিবারও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে। এর পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে আগামী ১৫-১৬ তারিখে দেশের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ