চট্টগ্রাম- ১০ আসনের শূন্য আসনে উপনির্বাচনের ভোট হবে আগামী ৩০ জুলাই রবিবার। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট হবে এবং কেন্দ্রগুলোতে সিসি টিভি থাকবে।
বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই এবং মনোনয়নপত্র বাছাই ৬ জুলাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এসময় ইসি সচিব জানান, ঢাকা ১৭ আসনের উপনির্বাচনেও সিসি ক্যামেরা ব্যবহার হবে। ঢাকা ১৭ ও চট্টগ্রাম ১০ আসনের মনোনয়ন পত্র অনলাইনে দাখিলের জন্য উৎসাহিত করবে কমিশন। এখন থেকেই আসন দুটির জন্য মনোনয়ন অনলাইনে জমা দেয়া যাবে বলেও জানান তিনি।
সংবাদচিত্র ডটকম/জাতীয়