পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের একদিন পরই, এবার দলটির মহাসচিব আসাদ উমরকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) চত্বর থেকে গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের দ্বিতীয় শীর্ষ এ নেতাকে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমন বলা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড দেশটির সাবেক মন্ত্রী ও পিটিআইয়ের এই দ্বিতীয় শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদন জানাতে সকালে (১০ মে) ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি। সেখানে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ের বাইরে `স্মল গেট` থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পিটিআইয়ের আইনজীবীরা গ্রেপ্তার প্রতিরোধের চেষ্টা করলেও পুলিশ উমরকে ধরে নিয়ে যায়।
ইমরান খানকে মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে আইন-শৃঙ্খলা অবমাননার দায়ে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষ দমনে পুলিশের ১৩০ কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার রাতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারন্টে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
সূত্র: ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক