যুক্তরাজ্যে ধীরে ধীরে কমছে গ্যাস ও বিদ্যুতের দাম। যার প্রভাবে দেশটির মানুষের জ্বালানি খরচ বাবদ গৃহস্থালি খরচও কমছে। এমন তথ্যই জানিয়েছে পরামর্শদাতা প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইট।
সংস্থাটির বরাতে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে পাইকারি গ্যাস ও বিদ্যুতের দামের পাশাপাশি দেশটির পরিবারগুলোর জ্বালানি বাবদ খরচও কমতির দিকে রয়েছে।
সম্প্রতি কর্নওয়ার ইনসাইট এক বিবৃতিতে বলেছে, জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম তাদের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য প্রাইস ক্যাপের পূর্বাভাসে যুক্তরাজ্যের একটি সাধারণ পরিবারের জ্বালানি বাবদ বার্ষিক খরচ ৩ হাজার ২০৯ পাউন্ডের নিচে নেমে আসার কথা জানিয়েছে। যেখানে মাত্র দুই সপ্তাহ আগে এ খরচ আরও ১০ শতাংশ বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছিল অফজেম।
মূলত এবার শীতের তীব্রতা কম হওয়ায় বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা তুলনামূলক কম, যা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য একটি স্বস্তির বিষয় বটে। কেননা, গত বছর চড়া জ্বালানির দাম দেশটির মূল্যস্ফীতি ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে।
এদিকে যত দিন পর্যন্ত অফজেম প্রাইস ক্যাপ সরকারে এনার্জি প্রাইস গ্যারান্টির (ইপিজি) ওপরে থাকবে, তত দিন দেশটির পরিবারগুলো জ্বালানির দাম কমে আসার বিষয়টি উপভোগ করবে না। তবে তাদের খরচের ভর্তুকি দেয়া বর্তমান সরকারের জন্য আগের থেকে সস্তা হবে। কিন্তু এপ্রিল মাসেই সরকার এই ইপিজি ২ হাজার ৫০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩ হাজার পাউন্ড করবে। ফলে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাজ্যের নাগরিকদের বাড়তি জ্বালানি খরচ গুনতে হতে পারে।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক