মিশরের মধ্যস্থতায় নতুন করে ইসরায়েলের দেয়া স্বল্পকালীন যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার জেরে গাজায় সামরিক অভিযান আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে এক টেলিভিশন এক ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি আইডিএফকে (ইসরায়েলি সামরিক বাহিনী) হামাসের ওপর চাপ আরও বাড়ানোর জন্য গাজায় শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছি। আমরা অস্তিস্বে যুদ্ধে আছি, সাতটি ফ্রন্টে যুদ্ধ চলছে। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তারপরও আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
এর আগে, হামাসের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়- তারা ইসরায়েলি কোনো স্বল্পকালীন যুদ্ধবিরতি মেনে নিবে না, বরং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় ফিলিস্তিনি স্বাধীনতাপন্থি সংগঠনটি।
শনিবারের ভাষণে নেতানিয়াহু হামাসের কোনো ধরণের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধবন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে।’
তিনি জানান, রাফাহ দখল, ফিলাডেলফিয়া করিডোরে নিয়ন্ত্রণ এবং হামাসের শীর্ষনেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হতো বলেও মন্তব্য করেন তিনি।
টেলিভিশন ভাষণে নেতানিয়াহু আরও বলেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র প্রাপ্তি থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শনিবার দিনভর ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক