ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজা নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ (২৬) চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার মারই কমনহাতা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া (৩২) ও বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বাসিন্দা বশির হাওলাদার (৩০)।
এদিকে ঘটনায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়- সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদসহ পদসহ কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, এটি সংগঠন পরিপন্থি কাজ। আমরা বিষয়টি জানার পর যাচাই করে সত্যতা পেয়েছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিপন্থি সূত্র জানায়, আটক প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদচিত্র ডটকম/অপরাধ