হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী বনাম ব্যারিস্টার মনির ফুটবল ক্লাব, সাভারের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ফুটবল খেলার বিরতির সময় ব্যারিস্টার সায়েদুল হক সুমন আগত দর্শকদেরকে ১ হাজার আম গাছের চারা বিতরণ করেন।
এসময় ব্যারিস্টার সায়েদুল হক সুমন দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে এখন প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। যেভাবে দেশের উষ্ণতা বাড়ছে দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে। আমাদেরকে বেশি বেশি গাছের চারা রোপন করতে হবে।
তিনি বলেন, আজ আমি ১ হাজার আম গাছের চারা বিতরণ করেছি পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ৩০ হাজার আম গাছের চারা বিতরণ করব। আমাদের উপজেলার মতো সারাদেশেই গাছ রোপন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রীতি ফুটবল খেলায় হাজার হাজার দর্শকের সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্ত ভৌমিক, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, সমাজসেবক আব্দুল মালেক জাপানি।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ