বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা বাড়াতে যে কোনও উঠতি সংস্থাতেই বাকি কর্মীদের তুলনায় ‘কোডার’-দের উপরই ভরসা করতে হয়। তাদের দিকে বিশেষ যত্নও নিতে হয় সংস্থাগুলিকে। চিনের উঠতি প্রযুক্তি সংস্থাগুলি তাদের কোডার, প্রোগ্রামার এবং ইঞ্জিনিয়ারদের কাজের পরিবেশে আনন্দ দিতে একটি অভিনব উপায় নিয়ে এসেছে। এই পন্থার নাম ‘প্রোগ্রামার মোটিভেটর’।
সংস্থাগুলি কোডারদের মনোবল বাড়াতে এবং কাজে মন বসাতে সুন্দরী এবং আবেদনময়ী নারীদের প্রোগ্রামার মোটিভেটর হিসেবে নিয়োগ করছে। খবর আনন্দবাজার পত্রিকার। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
এতে আরও বলা হয়েছে, এইসব মহিলাদের কাজ একটাই। নিজেদের মোহময়ী আবেদনের মাধ্যমে কর্মীদের কর্মক্ষেত্রে আসার প্রতি ইচ্ছা বাড়িয়ে তোলা এবং কাজ করার প্রবণতা বাড়িয়ে তোলা। প্রয়োজনে কর্মীদের হাত-পা ম্যাসাজ করতেও হতে পারে তাদের।
এক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণীয় হলেই হবে না। এক অপরূপ সুন্দরীও যদি ভাবলেশহীন হন, তাহলে তিনি এই কাজের জন্য অচল। মহিলা যত গুণের অধিকারীই হোন না কেনও তার মধ্যে থাকতে হবে সৌন্দর্য এবং লাস্যময়তা। চিনা সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী, প্রযুক্তি সংস্থাগুলির কোডার, প্রোগ্রামার এবং ইঞ্জিনিয়ারদের কোনও সামাজিক জীবন নেই। এবং শুধুমাত্র একজন আকর্ষণীয় নারীই তাদের জীবনকে রঙিন এবং প্রাণোবন্ত করে তুলতে পারেন।
বেজিংয়ের এক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে এক প্রযুক্তি সংস্থার প্রোগ্রামার মোটিভেটর হিসেবে কাজ করা শেন ইয়ুর দাবি, সংস্থার কোডার এবং প্রোগ্রামারদের সঙ্গে কথা বলার মতো কেউ নেই। তাই তাদের সঙ্গে সময়ে সময়ে মনের কথা বলে কাজের চাপ থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে চিনের অন্যতম বড় ই-কমার্স সংস্থা ‘আলিবাবা’-ও এই কাজের জন্য মহিলা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। তবে এর জন্য চরম সমালেচনারও শিকার হতে হয় এই ই-কমার্স সংস্থাকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা