বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি বাতিলসহ তিনদফা দাবি দিয়েছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীদের একাংশ। বিতর্কিত এই কমিটি বাতিল না করলে এবং অভিযুক্তদের বিচার করা না হলে চট্টগ্রাম মহানগর অবরোধ করার হুঁশিয়ারি দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এর আগে গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ফেইসবুক পেইজে সংগঠনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার পৃথক আহবায়ক কমিটি ছয়মাসের জন্য করে অনুমোদন দেয়ার তথ্য দেয়। এই তিন কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল বাসির নাইম তিনদফা দাবি তুলে ধরেন। সেখানে স্থানীয় সমন্বয়ক সিয়াম এলাহী ও জোবায়ের মানিকও বক্তব্য রাখেন।
আবদুল বাসির নাইম বলেন, চট্টগ্রামের তিন কমিটিতে ‘চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাং’ হিসেবে অভিযুক্তদের রাখা হয়েছে। এছাড়া একই ব্যক্তিকে একাধিক পদও দেয়া হয়েছে। জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এই বিতর্কিত কমিটির জন্য হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল দায়ী।
কমিটি বাতিল না করলে এবং অন্তর্বর্তী কমিটি গঠন করে অভিযুক্তদের বিচার করা না হলে চট্টগ্রাম মহানগর অবরোধ করার হুঁশিয়ারি দেয়া হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি বাতিল ছাড়াও তিনদিনের মধ্যে কমিটিতে থাকা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দিতে হবে।
এছাড়া কমিটি গঠনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সমন্বয়ক সিয়াম এলাহী বলেন, কারা জুলাই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে তা সবাই জানে। তাদের মাইনাস করে কমিটি দেয়া হয়েছে। অতীতে চট্টগ্রামে যারা নেতৃত্বে ছিলেন তাদের বাদ করে হুট করে আন্দোলনে সরব হওয়াদের কমিটিতে আনা হয়েছে।
‘নারী হেনস্থাকারী’ ও ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের’ রেখে কমিটি করা হয়েছে দাবি করে তিনি বলেন, এসব ঘটনায় বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও তাদের রাখা হয়েছে। কমিটিতে সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী এবং নারী সদস্য যারা আন্দোলনে ছিলেন তাদেরও মূল্যায়ন করা হয়নি। কমিটি ঘোষণার আগে চট্টগ্রামের সমন্বয়কদের সঙ্গে বসে কোন কথা জানতে চাওয়া হয়নি।
ঘোষিত কমিটি প্রত্যাখান করে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ‘প্রহসনের কমিটি মানি না, নাটকবাজির কমিটি মানি না..’ বলে স্লোগান দেন।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ