কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন-এর নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (১৫ নভেম্বর) তার নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে কী কারণে হঠাৎ এ নিয়োগ বাতিল করা হয়েছে সেবিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।
এতে বলা হয়, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক আইন, ২০১০’ এর ১১(২) ধারা অনুযায়ী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পদে মং এ খেনের নিয়োগ বাতিল করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ