সালমানের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ’জি ফাইভ’ এর সম্পর্ক অনেক দিন আগে থেকেই। করোনার সময় তার ’রাধে’ ছবিটি এই প্ল্যাটফর্মেই মুক্তি পায়। দর্শক প্রিয়তায় সার্ভারের ক্র্যাশের ঘটনাও ঘটে।
এবার ওটিটি প্ল্যাটফর্মের ভক্তদের জন্য নিয়ে এসেছেন সুখবর। আগামী পাঁচ বছরের জন্য জি ফাইভের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সালমান খান। ২০২৩ এর জানুয়ারি থেকে আগামী পাঁচ বছর ভাইজানের মুক্তিপ্রাপ্ত ছবির স্যাটেলাইট রাইটস থাকবে এই ওটিটি প্ল্যাটফর্মের কাছে।
তবে সদ্য অভিনীত ছবি টাইগার ৩-এর ক্ষেত্রে এই নিয়ম খাটছে না। কারণ এই ছবির প্রযোজক যশরাজ ফিল্মস আগেই ছবির স্বত্বের জন্য অন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি এগিয়ে রেখেছে।
সংবাদচিত্র ডটকম/বলিউড