এলজিইডির পিডি নিয়োগের প্রস্তাব তালিকায় অসন্তোষ : আওয়ামীপন্থীদের প্রাধান্য! - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. বিশেষ সংবাদ
  3. এলজিইডির পিডি নিয়োগের প্রস্তাব তালিকায় অসন্তোষ : আওয়ামীপন্থীদের প্রাধান্য!

এলজিইডির পিডি নিয়োগের প্রস্তাব তালিকায় অসন্তোষ : আওয়ামীপন্থীদের প্রাধান্য!

* ঘুষ লেনদেনের অভিযোগ * তালিকায় গোপালগঞ্জের তিনজনসহ এগারো জন আ.লীগের * ২০০৫ ব্যাচের দৌরাত্ম নিয়ন্ত্রণ নিতে চায় এলজিইডির

ফাইল ছবি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রকল্প পরিচালক নিয়োগে প্রস্তাবিত ১৫ জনের তালিকায় আওয়ামী লীগ ও গোপালগঞ্জের প্রাধান্য। এছাড়া মোটা অংকের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। পাশাপাশি সিনিয়রদের বাদ দিয়ে অপেক্ষাকৃত জুনিয়রদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এলজিইডির সার্বিক নিয়ন্ত্রণ নিতে চায় ২০০৫ ব্যাচের কর্মকর্তারা।

সূত্রে প্রকাশ, এলজিইডিকে গতিশীল করতে কয়েকটি প্রকল্পের পিডি পরিবর্তন ও নতুন প্রকল্পের জন্য পিডি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় বেশ কিছু দিন আগে। বিগত সরকারের সময় সদ্য সাবেক প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন ১৬ জনের একটি তালিকাও চূরান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেন।

অভিযোগ উঠেছে ওই তালিকায় সিনিয়রিটি বা গ্রেডেশন লিস্টের তোয়াক্কা না করে মোটা অংকের ঘুষ নিয়ে অপেক্ষাকৃত জুনিয়রদের প্রাধান্য দিয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, উল্লেখিত ১৬ জনের কাছ থেকে প্রায় দশ কোটি টাকা ঘুষ নিয়েছেন সাবেক প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। ঘুষের এ টাকার অর্ধেক দেয় পলাতক সাবেক মন্ত্রী তাজুল ইসলামকে, আর বাকি অর্ধেক নেন আলি আখতার হোসেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় ওই তালিকা পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো এলজিইডিতে। রুটিন দায়িত্ব প্রাপ্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেব নাথ পিডি নিয়োগ প্রস্তাব পাঠাতে তৎপরতা শুরু করেন এবং গত সপ্তাহে ১৫ জনের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেন।

এ প্রস্তাব পাঠানোর পর এলজিইডিতে ব্যাপক সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। এবারও প্রস্তাবে সিনিয়রিটি বা গ্রেডেশনের তোয়াক্কা না করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী যোগসাজশে জুনিয়রদের নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, এখানেও ঘুষের পরিমানকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই তালিকা তৈরিতে সক্রিয় ছিল তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) আবু হানিফ মৃধা, জাকির হোসেন নির্বাহী প্রকৌশলী (আইন)।

সূত্র আরো জানায়, পিডি নিয়োগ প্রস্তাবের তালিকায় প্রকল্পের বরাদ্দের পরিমানের উপর ঘুষের রেট নির্ধারণ করা হয়েছে। এর পরিমান ৫০ লাখ থেকে দেড় কোটি টাকা পর‌্যন্ত। এই হারে ওই ১৫ জনের নিকট থেকে প্রায় এগারো কোটি টাকা ঘুষ লেনদেনের চুক্তি হয়। জানা যায় চুক্তির প্রায় অর্ধেক পাঁচ কোটি টাকা নগদ আদান প্রদান হয়েছে।

পিডি নিয়োগ প্রস্তাবে প্রার্থী সংগ্রহ ও দর কষাকষির কাজ করেছেন শফিকুর রহমান, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, ফেরদৌস আহমেদ ও জাকির হোসেন।

উল্লেখ্য এই শফিকুর রহমান কয়েক বছর পূর্বে এলজিইডির ম্যাকানিক্যাল শাখা থেকে অবসরে যায়। আ.লীগ সরকারের পতনের পর সে আবার এলজিইডিতে আস্তানা গেড়েছে। বর্তমানে তিনি পিডির প্রস্তাব পাঠানোসহ নির্বাহী প্রকৌশলী বদলির তদবিরে ব্যস্ত।

ফারুক হোসেন বর্তমান কর্মস্থল নির্বাহী প্রকৌশলী, সাপোর্টিং ব্রীজ প্রকল্প। তিনি অনিয়ম দুর্নীতিতে সিদ্ধহস্ত বলে এলজিইডি সংশ্লিষ্টদের কাছে ব্যাপক পরিচিত। ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট নিয়োগে তদবির করে কোটি কোটি কামিয়েছেন। সাবেক প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন মিটিংয়ে ফারুক হোসেন ঘুষ নিয়ে কনসালটেন্ট নিয়োগের তদবির করেন বলে জানাগেছে। ঘুষের টাকায় উক্ত ফারুক হোসেন বসুন্ধরায় আলিশান বহুতল ভবন বানিয়েছেন এমন অভিযোগ রয়েছে।

মোহাম্মদ জাকির হোসেন এলজিইডির আইন শাখার নির্বাহী প্রকৌশলী। তিনি এলজিইডিতে কেসের বন্যা বইয়ে দিয়েছেনে এমন অভিযোগ এলজিইডি সংশ্লিষ্টদের। প্রমোশনসহ কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে প্রায় তিন শতাধিক মামলা চলমান। এরমধ্যে প্রায় ডজন খানেক মামলা প্রমোশন বঞ্চিতদের। তাদের পক্ষে মহামান্য আদালত রায় দিলেও জাকির হোসেন ‘গ্রেডেশন বা সিনিয়রিটি ব্রেক করে রায় পাওয়াদের প্রমোশন দিলে এলজিইডিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে’ উল্লেখ করে প্রমোশন দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়ে মতামত দিয়েছেন বলে জানাগেছে।

অথচ তিনি নিজেই ২১৫ জন সিনিয়রকে টপকিয়ে পিডি প্রস্তাবে নাম লিখিয়েছেন! এবং তিনি নিজেই সকল প্রকার নিয়ম উপেক্ষা করে যুগেরও বেশি সময় ধরে আইন শাখার নির্বাহী প্রকৌশলী পদে নিযুক্ত আছেন!

ফেরদৌস আহমেদ পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী। বর্তমান রুটিন দায়িত্ব পাওয়া প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেব নাথ এর নিকট ২০০৫ ব্যাচের হানিফ মৃধা,ফেরদৌস আহমেদ, ফারুক হোসেন,সহ কয়েকজন অনেকটা আশদেশের শুরে বলেছিল এলজিইডি ২০০৫ ব্যাচের হাতে উড়িয়ে দিতে।

এবার জেনে নেওয়া যাক, মোটা অংকের উৎকোচ নিয়ে পিডি প্রস্তাবে যে পনের জনের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে- তাদের নাম ও গ্রেডেশন লিস্টের সিরিয়াল;

সোনিয়া নওরিন (৩০৬), মোঃ আব্দুস সালাম ( ২৮৪), মোঃ ফয়জুল হক (২৭৫), মোহাম্মদ আজিজুর রহমান (২৫৬), মোহাম্মদ জাকির হোসেন (২১৬), মোঃ লতিফ হোসেন (২০৯), অমিত সানা (১৬৫), রেফাত নূর (১৩৯) গোপালগঞ্জ, মোহাম্মদ সিরাজুল ইসলাম (১২৯), নাঈমা নাজ (১১২), মোহাম্মদ রায়হান সিদ্দীকি (১০৯) বুয়েট ছাত্রলীগের সহসভাপতি, মোঃ মাকসালিন (১০৫), মলয় চক্রবর্তী (৫০) গোপালগঞ্জ, মোহাম্মদ শরীফ হোসেন (৫৪) ছাত্রলীগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা, শেখ নূরুল ইসলাম (২৩) ছাত্রলীগ অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গোপালগঞ্জ।

প্রকল্প পরিচালক নিয়োগে যে পনের জনের প্রস্তাব এলজিআরডি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে মলয় চক্রবর্তী ও মোহাম্মদ শরীফ হোসেন এ দুজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং শেখ নূরুল ইসলাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী। গ্রেডেশন লিস্টে সিনিয়র যাদের নাম প্রস্তাব করা হয়নি তাদের বিষয় মন্তব্যের ঘরে লেখা হয়েছে যে, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। ওই সিনিয়রদের মধ্যে কমপক্ষে বিশ জন আছেন প্রধান কার্যালয়ে ন্যাস্ত অর্থাৎ ডাম্পিং হিসাবে।
তাদের না আছে বসার জায়গা, না আছে কোন চেয়ার টেবিল। বসার রুম নেই, বসার চেয়ার টেবিল নেই, অথচ তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করছেন!

অনুসন্ধানে জানা গেছে, ডাম্পিংএ থাকা ওইসব সিনিয়র অনেকের সাথে যোগাযোগ করে পিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চেষ্টা করলে মোটা অংকের ঘুষ দাবি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এই প্রতিবেদককে জানান, ‘এখন মন্ত্রণালয়ের কাউকে ঘুষ দিতে হয়না তবে আমাদের কাছ থেকে ঘুষ নিয়ে কাকে দেবেন। জানতে চাইলে তারা বলেন, ‘প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন মাহবুব, নির্বাহী প্রকৌশলী প্রশাসন হানিফ মৃধা এবং তার কিছু অংশ আমরা ভাগাভাগি করে নেবো।’

এখানে প্রতিয়মান হয় যে, সিনিয়র ওইসব কর্মকর্তারা ঘুষ দিতে অস্বীকার করলে অপেক্ষাকৃত জুনিয়রদের মধ্যে যারা তাদের চাহিদা মতো ঘুষ দিয়েছেন তাদের নাম প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এ যোগাযোগ ও ঘুষের চুক্তি দায়িত্ব পালন করেছেন শফিকুর রহমান, ফারুক হোসেন, জাকির হোসেন, ফেরদৌস আহমেদ ও সাইফুল।

ওই সব অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিএনপি সাইনবোর্ড লোকদেখানো, মুলত তাদের উদ্দেশ্য অনৈতিক ভাবে টাকা কামানো।

তালিকাভুক্ত একজন মোহাম্মদ শরীফ হোসেন তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা অঞ্চল। দীর্ঘ প্রায় এগারো বছর তিনি নির্বাহী প্রকৌশলী তদন্ত ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। একজন সরকারি কর্মকর্তা এতো দীর্ঘ সময় একই স্থানে থাকার বিধান না থাকলেও তিনি বহাল তবিয়তে ছিলেন। শুধু তাই না- তার ভায়রাভাই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের এপিএস ও পরে এমপি সাইফুজ্জামান শেখর। সাইফুজ্জামান শেখর এর ভয় দেখিয়ে দীর্ঘদিন প্রশাসন শাখায় থেকে তদন্তের নামে কামিয়েছেন কোটি কোটি টাকা।

যে সকল কর্মকর্তা কর্মচারীদের নামে অভিযোগ হয়েছে এবং যারা‌ শরীফ হোসেনকে ঘুষ দিয়েছেন তাদের নামে অভিযোগ মিথ্যা, আর যারা চাহিদা মতো ঘুষ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত রিপোর্ট দিতেন।

পিডির প্রস্তাবে নাম লেখান শেখ নূরুল ইসলাম। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্বে আছেন একই সাথে প্রায় চার হাজার কোটি টাকার প্রকল্প (CDRSSWRMP) এর পিডি।

সূত্র জানায় ওই প্রকল্পের পিডি থাকা অবস্থায় তার নাম অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদোন্নতির প্রস্তাব পাঠানোর সময় তাকে পিডির দায়িত্ব ছাড়তে বলা হলে তিনি সাফ জানিয়ে দেন যে, পিডি তাকে থাকতেই হবে প্রয়োজনে তিনি পদোন্নতি নেবেন না।

জানা যায়, ইতিপূর্বে তিনি ক্ষুদ্র পানি সম্পদ প্রকল্পের পিডি এবং ওই সেক্টরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এছাড়া তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। অথচ তার জন্ম ১৫ জুন ১৯৬৭। সে হিসেবে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল তিন বছর নয় মাস দশ দিন মাত্র।

তার মিথ্যাচারিতা সম্পর্কে আরো জানা যায়, আ.লীগ ক্ষমতায় থাকলে নামের সাথে শেখ লাগান আর বাড়ি গোপালগঞ্জ বলে পরিচয় দেন। আ.লীগ ক্ষমতায় না থাকলে নামের আগে শেখ লেখেন না, আর পরিচয় দেন তার বাড়ি যশোর।

সূত্রে প্রকাশ, মন্ত্রণালয়ে পাঠানো পিডি প্রস্তাব নিয়ে বিতর্কের কারণে কোন অগ্রগতি না হওয়ায় ঘুষ প্রদানকারীরা তাদের টাকা ফেরত দিতে চাপ দিচ্ছেন। ফলে নির্বাহী প্রকৌশলী প্রশাসন হানিফ মৃধা এই পিডি প্রস্তাব বাস্তবায়ন করতে দিনের বেশিরভাগ সময় মন্ত্রণালয়ে থেকে দেন-দরবার করে চলেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর হানিফ মৃধা সকাল থেকে রাত দশটা পর্যন্ত মন্ত্রণালয়ে অবস্থান করেন। ওই দিন সন্ধ্যায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন মাহবুবুর রহমান মন্ত্রণালয় গিয়ে হানিফ মৃধাকে সঙ্গে করে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও অন্যদের সাথে যোগাযোগ করে পিডি প্রস্তাব কার্যকর করতে সুপারিশ করেন। তারা মোটা অংকের ঘুষেরও অফার দেন বলে জানাগেছে। কিন্তু উক্ত বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় পরের দিন প্রধান প্রকৌশলী তার কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেন এবং মন্ত্রণালয়ে পাঠানো পিডি নিয়োগ প্রস্তাব কার্যকর করতে আহ্বান জানান।

সূত্র জানায় ওই সভায় ২/১ জন ছাড়া সকলে ওই প্রস্তাব বাতিল করে পুনরায় গ্রেডেশন লিস্টের ক্রমানুসারে যারা বিএনপি ও জামায়াতের রাজনৈতির সাথে জড়িত তাদের নামের প্রস্তাব পাঠানোর প্রস্তাব করেন। এমন উদ্ভূত পরিস্থিতিতে প্রধান প্রকৌশলী কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করেন।

অনৈতিক সুবিধা নিয়ে অপেক্ষাকৃত জুনিয়রদের নাম দিয়ে পিডি নিয়োগ প্রস্তাব সম্পর্কে জানতে প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন এর দফতরে গিয়ে তাদের পাওয়া যায়নি। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

গ্রেডেশন লিস্টের ক্রমানুসারে পিডি নিয়োগ দিতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রণালয়ে পাঠানো পিডি নিয়োগের প্রস্তাবে পনেরো জনের এগারো জন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত যার মধ্যে তিন জনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

সংবাদচিত্র ডটকম/বিশেষ সংবাদ

শেয়ার করুনঃ

বিশ্ব সমাদৃত সিইও অ্যাওর্য়াড পেলেন ডা. লকিয়ত উল্লাহ

১২ নভেম্বর, ২০২৪, ৭:১৮

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে মন্ত্রণালয়ের আপত্তি নেই: শিক্ষা উপদেষ্টা

১২ নভেম্বর, ২০২৪, ৬:২৬

ওয়াশিংটনে গোলাম মোর্তোজা, লন্ডনে আকবর হোসেন

১২ নভেম্বর, ২০২৪, ৬:২১

‘আন্দোলনে যাদের এক বিন্দু অবদান নাই, তারা অনেকেই উপদেষ্টা’

১২ নভেম্বর, ২০২৪, ৬:১৮

বঙ্গভবনের পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

১২ নভেম্বর, ২০২৪, ৬:১৫

সাদপন্থীদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি

১২ নভেম্বর, ২০২৪, ৪:৫৪

গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

১২ নভেম্বর, ২০২৪, ৪:৪৮

ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি

১২ নভেম্বর, ২০২৪, ৪:৩৯

বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

১২ নভেম্বর, ২০২৪, ৪:৩৬

২২টি দল ও জোটকে চিঠি দিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

১২ নভেম্বর, ২০২৪, ৩:৫১

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে