৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের আসর অনুষ্ঠিত হলো রোববার রাতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় এবারের আসর। এবারের আসরে যেন ঝড় তুলেছে জাপানি সিরিজ ‘শোগান’। ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সিরিজটি সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেয়ে ১৮টি পুরস্কার জিতেছে। এই প্রথম অ–ইংরেজি ভাষার কোনো সিরিজ এমিতে এত পুরস্কার জিতল।
‘শোগান’ সিরিজে অভিনয়ের জন্য প্রথম জাপানি অভিনেতা (ড্রামা সিরিজ) হিসেবে এমি জিতেছেন হিরোউকি সানাডা। পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা প্রাচ্য ও পশ্চিমের মিশেলে নির্মিত একটি স্বপ্নের প্রকল্প। যেটির প্রতি সব সময়ই আমাদের শ্রদ্ধা থাকবে।’
সিরিজটির জন্য সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) হয়েছেন আনা সাওয়াই। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সিরিজটির শো-রানার জাস্টিন মার্কস প্রযোজকদের ধন্যবাদ জানান এমন একটি ব্যয়বহুল সিরিজ নির্মাণে সহায়তার জন্য।
৭৬তম এমি বিজয়ীদের তালিকা-
ড্রামা সিরিজ: ‘শোগান’
কমেডি সিরিজ: ‘হ্যাকস’
লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: ‘বেবি রেইন্ডার’
অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোউকি সানাডা, ‘শোগান’
অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াই, ‘দ্য বিয়ার’
অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): রিচার্ড গাড, ‘বেবি রেইন্ডার’
অভিনেত্রী (ড্রামা সিরিজ): আনা সাওয়াই, ‘শোগান’
অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, ‘হ্যাকস’
অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): জুডি ফস্টার, ‘ট্রু ডিটেকটিভ’
পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডেরিক ই. ও. টোয়ে, ‘শোগান’: ‘ক্রিমসন স্কাই’
পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার, ‘দ্য বিয়ার’: ‘ফিশার’
পরিচালক (লিমিটেড সিরিজ): স্টিভেন জাইলিয়ান, ‘রিপলি’।
সংবাদচিত্র ডটকম/বিনোদন